ঘন কুয়াশা: চট্টগ্রামের তিন ফ্লাইট ঢাকায় অবতরণ
ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় ফ্লাইটগুলোকে ঢাকায় মোড় নেওয়া হয়। যদিও পরে ফ্লাইট তিনটি চট্টগ্রামে এসেছে।
রাতে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৪ (দোহা-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে ১৫০ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।
‘সালাম এয়ারের ওএমএস-৪০১ (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে একই কারণে ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১১টা ১৮ মিনিটে ২০৩ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়।’
তিনি আরও বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২২ (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইটটি সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ১২টা ২৬ মিনিটে ১৫৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের সাময়িক অসুবিধার মুখোমুখি হতে হয়।